জাপানের সাথে ২৫০ কোটি ডলারের চুক্তি করেছে বাংলাদেশ

জাপানের সাথে ২৫০ কোটি ডলারের চুক্তি করেছে বাংলাদেশ

বাংলাদেশ সংবাদ – জাপান সরকারের সঙ্গে ২৫০ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি করেছে বাংলাদেশ। 

বুধবার (২৯ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এ চুক্তিতে স্বাক্ষর করেন। 

জাপানের এই অর্থায়ন মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) খরচ করা হবে। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। সন্ধ্যায় শিনজো আবের বাসভবনে আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Comments are closed.

More News...

নানা আয়োজনে লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন উদযাপন

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল