বাংলাদে সংবাদ – ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে রীতিমত শাসন করছেন প্রতিপক্ষ বোলারদের। এর সঙ্গে তার কার্যকরী বোলিং তো থাকছেই। অস্ট্রেলিয়া তাই খুব ভালো করেই বুঝতে পারছে বাংলাদেশের বিপক্ষে কতটা কঠিন সময় অপেক্ষা করছে। দলটির উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ভীষণ সতর্ক, ‘হুমকি’ হিসেবে দেখছেন সাকিবকে।
বৃহস্পতিবার নটিংহামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এখন দারুণ আত্মবিশ্বাসী মাশরাফিরা। তাই অস্ট্রেলিয়া তাদের নিয়ে বেশ সতর্ক। বুধবার দলটির উইকেটরক্ষক ক্যারি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে। তাদের নিয়ে আমরা বেশ সতর্ক। সাকিব সহ দলের টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে আমরা পরিকল্পনা করেছি।’
কী ধরনের পরিকল্পনা? সেটা অবশ্য গোপন রাখলেন ক্যারি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, সেখান থেকে পরিকল্পনায় পরিবর্তন আনবো, ব্যাপারটা তেমন নয়। সব দলের বিপক্ষেই আমরা নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে নামি। এই ম্যাচেও তেমন লক্ষ্য থাকবে।’ সঙ্গে যোগ করলেন, ‘ওরা (বাংলাদেশ) সত্যিই অসাধারণ ক্রিকেট খেলছে। সুতরাং আমাদের কাল (বৃহস্পতিবার) শুরুটা ভালো করতে হবে, পুরো ম্যাচে তার ধারাবাহিকতা রাখতে হবে। তাহলেই হয়তো আমাদের পক্ষে ম্যাচ আসবে।’
পরিকল্পনার সবচেয়ে বড় জায়গা জুড়ে যে সাকিব থাকছেন, সেটা অবশ্য জানিয়েই গেলেন ক্যারি। ৩৮৪ রান নিয়ে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের দিকে আলাদা নজর থাকাই স্বাভাবিক। তাছাড়া বল হাতে সাকিব কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা ক্রিকেট বিশ্বের এখন কার না জানা। বিশ্বকাপের দুর্দান্ত সাকিবকে তাই ‘হুমকি’ মনে করছে অস্ট্রেলিয়া।
ক্যারির ভাষায়, ‘অবশ্যই সাকিবের দিকে আমাদের নজর আছে। আমরা জানি সাকিব আমাদের জন্য বড় হুমকি। সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন সে। লাইন-লেন্থ ঠিক রেখে বোলিং করতে পারলে তাকে আটকানো সম্ভব। আশা করি এই পরিকল্পনার মাধ্যমে সফল হতে পারবো। সাকিবকে নিয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা থাকবে। কিন্তু বাড়তি কিছু নয়। স্বাভাবিক যে পরিকল্পনা সেটাই করতে চাই।’
বাংলাদেশের স্পিন আক্রমণ এখন যে কোনও দলে ভয় ছড়ায়। অস্ট্রেলিয়া ক্যাম্পও কি ভীত? অস্ট্রেলিয়ান উইকেটরক্ষকের সহজ উত্তর, ‘না। আমরা বাংলাদেশের স্পিন আক্রমণে ভীত নই। তাদের বিপক্ষে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। সাকিবের স্পিন সামলানো নিয়ে আমরা কাজ করেছি। সেই সঙ্গে তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ সহ তাদের আরও কিছু স্পিনার রয়েছে, তাদের নিয়েও আমাদের কাজ হয়েছে।’
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...