সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ সংবাদ – উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে দলে এসেছে দুই পরিবর্তন

শুক্রবার (১৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে নেই ওয়ান ডাউনে ব্যর্থ হওয়া ইমরুল কায়েস ও বল হাতে ভালো করতে না পারায় রুবেল হোসেন। ইমরুলের জায়গায় দলে নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। অন্যদিকে, রুবেলেরে জায়গায় দলে ডাক পেয়েছেন মো. সাইফউদ্দিন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগের দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে উভয় দলই। শেষ ওয়ানডে তাই সিরিজ জয়ের পালা। বাংলাদেশর সামনে আছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জেতার হাতছানি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মেহেদি মিরাজ, মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ: চন্দ্রপল হ্যামরাজ, শাই হোপ, ড্রারেন ব্রাভো, মারলস স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল