বাংলাদেশ সংবাদ- দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আগামীকাল বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের বেশ কিছু খেলোয়াড় বিসিবি একাদশে আছেন। টেস্ট সিরিজের প্রস্তুতি সাড়তে বাংলাদেশ টেস্ট দলে থাকা বেশ কিছু খেলোয়াড়ও এ ম্যাচে খেলবেন।
সদ্যই বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাই টেস্ট সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডও অভিজ্ঞ নয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিসিবি একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলি, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রসিাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, শাহাদাত হোসেন দিপু, নাইম শেখ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জসুয়া ডা সিলভা, শ্যানন গাব্রিয়েল, কাভেম হজ, আলজেরি জোসেফ, কাইল মায়ারস, শায়ান মোসেলে, ভিরাসামি পলমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়ারিকেন।
সূত্র- বাসস
Comments are closed.
এ রকম আরও খবর
দেশের উন্নয়ন-অগ্রগতিতে সাংবাদিকরা কাজ করছে — লায়ন মোঃ গনি মিয়া বাবুল
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর প্রধান নির্বাচন কমিশনার ও বঙ্গবন্ধ
| জাতীয়শিক্ষার্থীদের বিক্ষোভ সামলাতে পুলিশকে ডিএমপি কমিশনারের নির্দেশনা
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে আসা
| আইন ও আদালতসমাজসেবায় সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন
| অন্যান্যগণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ।। লায়ন মোঃ গনি মিয়া বাবুল।।
গণতন্ত্র বলতে জনসাধারণের শাসন ব্যবস্থাকে বুঝায়। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের
| জাতীয়রাজশাহীতে ২৬ জুলাই নৌকা’র পক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রচারাভিযানে আসছেন কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী
| জাতীয়আমার বাবা আমার প্রেরণা ও শক্তির উৎস ॥ লায়ন মোঃ গনি মিয়া বাবুল॥
আমার বাবা মোঃ ইসমাইল হোসেন। তিনি শুধু আমার জন্মদাতা নন,
| জাতীয়দেশের উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ……….লায়ন মোঃ গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল
| জাতীয়More News...