খুলনায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

বাংলাদেশ সংবাদ- খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমান আলী মোল্লা (৬৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ডুমুরিয়ার আঙ্গারদহা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া থেকে খর্নিয়ার দিকে যাচ্ছিলেন। খুলনা থেকে চুকনগরগামী (ঢাকা মেট্রো ট ১১৭১১৩) ট্রাকটির সাথে আঙ্গারদহ নামকস্থানে সংর্ঘষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হোসেন বিপ্লব বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ