চুয়াডাঙ্গায় সড়কে ঝরলো ৫ প্রাণ

চুয়াডাঙ্গায় সড়কে ঝরলো ৫ প্রাণ

বাংলাদেশ সংবাদ- চুয়াডাঙ্গা সদর উপজেলায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়্যাল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস ভোর ৬ টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশ দিয়ে যাওয়া একটি আলমসাধু, একটি নসিমন ও একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়া হলে আরও ২ জন মারা যান। আহত হন ৭ জন।

​চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতরা সবাই আলমসাধু ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর।

Comments are closed.

More News...

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল