বাংলাদেশ সংবাদ- দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। এর মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় যারা সনাক্ত হয়েছেন তাদের একজন, অপরজন আগে থেকেই আক্রান্ত ছিলেন। একজনের বয়স ৯০ বছর, আরেকজনের ৬৮ বছর। তাদের একজন ঢাকায়, অপরজন ঢাকার বাইরে মৃত্যুবরণ করেছেন। একজনের হৃদরোগ ছিলো, অপরজনের স্ট্রোকের ইতিহাস ছিল।’
তিনি আরও বলেন, ‘নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের নিচে। ৩ জনের বয়স ২০-৩০ বছর বয়সের মধ্যে। ২ জনের বয়স ৫০-৬০ এর মধ্যে। একজনের বয়স ৬০-৭০ এবং একজনের (যিনি মারা গেছেন) বয়স ৯০ বছর।’
ডা. ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৫৫৩ টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আইইডিসিআরে ৮ জনকে সনাক্ত করা হয়েছে। একজন ঢাকার বাইরের।’
আইইডিসিআর পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ জন। মোট মৃত্যুবরণ করেছেন মোট ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন। মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। তাদের মধ্যে ১২ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, বাকি ২০ জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।’
তিনি বলেন, ‘নতুন ৯ জনের মধ্যে সংক্রমণ আছে এমন লোকের সংস্পর্শে এসে ৫ জন আক্রান্ত হয়েছেন। বাকি ২ জন বিদেশ থেকে এসেছেন। অপর দু’জন কিভাবে সংক্রমিত হয়েছেন তার খোঁজ নেয়া হচ্ছে।’
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...