করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বন্দরে ব্যবস্থা

করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বন্দরে ব্যবস্থা

বাংলাদেশ সংবাদ-করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সমুদ্রগামী জাহাজগুলোতে কর্মরত সকল কর্মকর্তা ও নাবিকদের মাধ্যমে যাতে এ ভাইরাস ছড়াতে না পারে সেলক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত নাবিকের পরির্চযায় চট্টগ্রাম বন্দরের মেডিকেল বিভাগের একটি বিশেষ টিমও প্রস্তত রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ এক নির্দেশনায় বলেছে, বন্দরে আসা প্রত্যেকটি জাহাজের মাস্টারকে পোর্ট লিমিটে আসার সাথে-সাথে জানাতে হবে, করোনা ভাইরাস আক্রান্ত কোনো নাবিক তার জাহাজে নেই। এছাড়াও পূর্ব-এশিয়ার দেশগুলো থেকে আসা জাহাজগুলোর শতভাগ নাবিকের পোর্ট হেলথ অফিসার কর্তৃক স্ক্যানিংয়ের মাধ্যমে নিরাপদ ঘোষণা করা ছাড়া কোনো জাহাজকে বন্দরে ঢোকার অনুমতিও দেওয়া হবে না।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ