উৎসবমুখর পরিবেশে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- তথ্যমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শনিবারের নির্বাচন ছিল এ যাবতকালের সবচেয়ে শান্তিপূর্ন।
নির্ঝঞ্ঝাট ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন,আজ ঢাকা মহানগরীতে ওই দলটির (বিএনপি) ডাকা হরতালে সাড়া না দিয়ে মহানগরবাসী বিএনপি’র সব অভিযোগও প্রত্যাখ্যান করেছে।
ড. হাছান রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল শনিবার অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি বলেন,‘বড় ধরনের কোন ঝামেলা ছাড়াই এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোট কেন্দ্র দখলের মতো অপ্রীতিকর ঘটনা যেমন ছিল না,তেমনি ভোট গ্রহন চলাকালে খুনখারাপিও ঘটেনি।’
গতকাল শনিবার অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনকে প্রতিবেশী দেশগুলোর নির্বাচনের সাথে তুলনা করে তথ্যমন্ত্রী বলেন,বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন ছিল অনেক বেশী উৎসবমুখর এবং শান্তিপূর্ন।
তিনি বলেন,পৃথিবীর অন্যতম বৃহৎ নগর হিসেবে ঢাকায় ২ কোটি মানুষের বসবাস এবং মহানগরীর (উত্তর ও দক্ষিণ মিলিয়ে) ভোটারের সংখ্যা ৫৪ লাখেরও বেশী।
এত অধিক ভোটারের ঢাকা শহরে অত্যন্ত শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তথ্যমন্ত্রী ঢাকা মহানগরবাসী, নগরীর সকল ভোটার, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লি¬ষ্ট সবাইকে জানান আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
ঢাকা মহানগরীতে বিএনপি’র ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন,‘প্রথমত: আজকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা মহান একুশের বই মেলার উদ্বোধন (নির্বাচনের কারণে প্রচলিত প্রথা ভেঙ্গে ১ ফেব্রুয়ারির স্থলে ২ ফেব্রুয়ারিতে এ মেলার উদ্বোধন করা হয়)। এদিন তারা (বিএনপি) হরতাল ডেকেছে। তবে আমি বাসা থেকে সচিবালয়ে আসার পথে কয়েকবার যানজটে পড়েছি, হরতালের কোনো চিহ্ন দেখতে পাইনি। গতকাল জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে তারা যে সকল অভিযোগে হরতাল ডেকেছে, হরতালে সাড়া না দিয়ে জনগণ সেসব অভিযোগও প্রত্যাখ্যান করেছে।’

Comments are closed.

More News...

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল