কেরানীগঞ্জে আগুন; নিহতের সংখ্যা বেড়ে ১৩

কেরানীগঞ্জে আগুন; নিহতের সংখ্যা বেড়ে ১৩

বাংলাদেশ সংবাদ- কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ আরও ১২ শ্রমিক নিহত হয়েছেন। এ নিয়ে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়ালো। বুধবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় নিহতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন- ইমরান, বাবলু, রায়হান, খালেক, সালাউদ্দিন। এর আগে আশঙ্কাজনক অবস্থায় ৩৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দগ্ধ আরও ২৬ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

Comments are closed.

More News...

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল

বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত ———- লায়ন গনি মিয়া বাবুল