উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয়

বাংলাদেশ সংবাদ- ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর নৈপুণ্যে প্রথমবারের মতো ক্লাব ব্রুজকে হারালো রিয়াল মাদ্রিদ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। অন্য গোলটি করেন লুকা মদ্রিচ।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে যোগ করা সময়ে রিয়ালের জালে বল পাঠিয়েছিল ব্রুজ। কিন্তু ভিএআর দেখে গোল দেননি রেফারি।

বিরতির পর ৫৩তম মিনিটে রদ্রিগোর চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় রিয়াল। আলভারো ওদ্রিওসোলার ক্রসে দারুণ ভলিতে জাল খুঁজে নেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দুই মিনিট পরেই সমতা ফেরায় ব্রুজ। সতীর্থকে বাড়ানো বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন হান্স ভানাকেন।

৬৪তম মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। এবার গোলটি করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে স্কোরলাইন ৩-১ করেন মদ্রিচ।

ব্রুজে জিতে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো রিয়াল মাদ্রিদ।

Comments are closed.

More News...

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল