বাংলাদেশ সংবাদ(শেখ সাইফুল ইসলাম কবির)-বাগেরহাটের মোংলায় নানা আয়োজনে পালিত হচ্ছে তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৩তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার সকালে কবির গ্রামের বাড়ী মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রা সহকারে গিয়ে সকলে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে কবির রুহের মাগফিরত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে রুদ্রের বাড়ীতে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি, রুদ্রের ছোট ও ভাই সাংবাদিক সুমেল সারাফাত, স্থানীয় দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক ও রুদ্রের বাল্য বন্ধু শেখ হেমায়েত হোসেন, মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সভাপতি ও সাংবাদিক শেখ নুর আলম শেখ। এছাড়া মোংলা সরকারি কলেজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখার আয়োজনে দুপুরে কলেজ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে মিঠাখালী ফুটবল মাঠে প্রীতি ফুটবল এবং সন্ধ্যায় রুদ্র স্মৃতি সংসদ কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হবে।
১৯৫৬ সালের ১৬ অক্টোবর রুদ্র জন্মগ্রহণ করেন। আর ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান।
মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্নগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দু’বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।
Comments are closed.
এ রকম আরও খবর
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ডাবলিউ রহমান এর ইন্তেকাল
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ডাবলিউ রহমান (৬৪) ২০
| অন্যান্যবঙ্গবন্ধু- লায়ন মোঃ গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি মৃত্যুঞ্জয়ী বাঙালির জয়গান, স্বাধীনতার ডাক,
| অন্যান্যছাত্রলীগ জড়িতের প্রমাণ চাইলেন কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
| রাজনীতিস্মার্টফোন যে কারণে গরম হয়!
প্রযুক্তিনির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের
| তথ্যপ্রযুক্তিরোহিঙ্গাদেরকে দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন ও পুনর্বাসন করা অপরিহার্য …..লায়ন মোঃ গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল
| জাতীয়লায়ন গনি মিয়া বাবুল-কে বরিশাল বাণী’র ফুলেল শুভেচ্ছা
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী
| জাতীয়সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ
দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে বঙ্গবন্ধু
| জাতীয়আলস্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি: দ্য ল্যানসেট
বিশ্বব্যাপী মানুষের মধ্যে আলস্যের প্রবণতা বাড়ছে। ফলে দেখা দিচ্ছে হৃদরোগ,
| লাইফস্টাইলMore News...