পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ

পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ

বাংলাদেশ সংবাদ – পিআইবি’র মহাপরিচালক সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।


২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক শোক বার্তায় বলেন, সাংবাদিক শাহ আলমগীর বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন সৃজনশীল মানুষ ছিলেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে তিনি আজীবন কাজ করেছেন। তিনি সাংবাদিক সমাজের অকৃতিম বন্ধু ছিলেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্যে তার মানবিক গুণাবলি সাংবাদিক সমাজের জন্যে অপরিহার্য। তিনি নির্লোভ, নিরহংকার, কল্যাণবোধ ও মমতাবোধ সম্পন্ন মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল