বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সংবাদ – বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।

ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ ১০টি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের এ তালিকা প্রকাশ করেছে। 

গ্লোবাল থিংকার্সদের তালিকা প্রকাশের দশম বার্ষিকীতে শীর্ষ ১০০ জনকে ১০টি দলে ভাগ করা হয়েছে। প্রতি দলে সেরা ১০ জনের নাম এসেছে। 

‘ফরেন পলিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার সর্ববৃহৎ চ্যালেঞ্জ মোকাকিলা করেছেন শেখ হাসিনা। তিনি দেশটিতে পালিয়ে আসা আনুমানিক ৭ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে না দিয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছেন। তিনি রোহিঙ্গাদের স্বাগতম জানিয়েছেন, নিজের দেশে বসবাস করতে দিয়েছেন। 

রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও শেখ হাসিনার প্রশংসা করা হয় প্রতিবেদনে।

শেখ হাসিনা ছাড়াও শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্টলেডি মিশেল ওবামা, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক ম্যা’র মতো ব্যক্তিরা।

এছাড়াও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, সাংবাদিক খাশোগি হত্যায় সমালোচিত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিল সালমান, ইরানের কুর্দি ফোর্সের কমান্ডার কাশেস সুলেমানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি, ইউরোপিয়ান কাউন্সিলের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক, প্ল্যান্‌ড প্যারেন্টহুডের প্রেসিডেন্ট লিয়ানা ওয়েন, সংগীত শিল্পী এবং রাজনীতিবিদ ববি ওয়াইন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং প্রয়াত কূটনীতিবিদ এবং সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানের মতো ব্যক্তিত্বরা এ তালিকায় স্থান পেয়েছেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন