বাগেরহাটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

বাগেরহাটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

বাংলাদেশ সংবাদ (বাগেরহাট প্রতিনিদি)- বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা করেন সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, সহকারি শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম, মো. জাকির হোসেন ও ভারত চন্দ্র সরদার।
পুরস্কার বিতরণী সভায় নিবার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মেধাবিকাশে লেখাপড়ায় পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। ভাল শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে হতে হবে দক্ষ ও পারদর্শী।
অনুষ্ঠান শেষে প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থী দশম শ্রেণীর ছাত্রী আয়সা ছিদ্দিকা লামিয়া, হুমায়রা হোসেন দিবা, নবম শ্রেণীর জান্নাতুন বাঁধন রিচি ও ৬ষ্ট শ্রেণীর ইস্পিতা পোদ্দার ইপাসহ ৬২ বিষয়ের ওপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

নির্বাচনে কোন কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আনিছ