পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান

পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান

বাংলাদেশ সংবাদ – স্বপ্নের পদ্মা সেতুর এখন প্রায় ১ কিলোমিটার দৃশ্যমান।

পদ্মা সেতুতে বসেছে ষষ্ঠ স্প্যান— ফলে পদ্মা সেতুর ৯০০ মিটার দৈর্ঘ্য একসঙ্গে দৃশ্যমান হয়েছে।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে।

১৫০ মিটার দৈর্ঘ্যর এই স্প্যান ভাসমান ক্রেন দিয়ে বসানো হয়।

সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ষষ্ঠ স্প্যানটি জাজিরা প্রান্তে বসানো হয়েছে। এই ছয়টি স্প্যান মিলে একসঙ্গে দৃশ্যমান হয়েছে ৯০০ মিটার।

এর আগে সেতুর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর একটি স্প্যান বসানো হয়। এটি আলাদাভাবে ১৫০ মিটার দীর্ঘ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন