বাংলাদেশ সংবাদ- গেল আসরের রানার্স আপ ঢাকা ডাইনামাইটস এবার বিপিএলের প্রথম দিনে রাজশাহী কিংসকে অনেকটা হেসেখেলেই উড়িয়ে দিয়েছে। হযরতউল্লাহ জাজাই, সুনীল নারিন ও শোভাগত হোমদের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ১৯০ রানের টার্গেট দিয়ে গুটিয়ে দিয়েছে ১০৬ রানেই। আর তাতে ৮৩ রানের বড় জয় নিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করলো সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।
শনিবার (৫ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসরের উদ্বোধনী দিনে টসে জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
ব্যাট হাতে দুই অপেনার হযরতউল্লাহ ও নারিন শুরু থেকেই মিরাজ-মোস্তাফিজদের ওপর চড়াও হন। মিরাজের করা ইনিংসের তৃতীয় ওভারে ৩ ছক্কায় ২১ রান তুলেন জাজাই। সুনীল নারিনকে সঙ্গে নিয়ে গড়েন ১১৬ রানের উদ্বোধনী জুটি।
দলের পক্ষে ৭ ছক্কা ও ৪ চারে ৪১ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন জাজাই। সুনীল নারিন করেন ২৮ বলে ৩৮ রান। মোহাম্মদ হাফিজের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন নারিন। এরপর স্কোরবোর্ডে মাত্র ৮ রান যোগ করেই মিরাজের বলে সৌমের হাতে ধরা পড়েন ভয়ঙ্কর হয়ে উঠা জাজাই।
ঢাকার মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেউই তেমনভাবে জ্বলে উঠতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রানে থামে তাদের ইনিংস। শেষ দিকে ১৪ বলে ২ ছক্কা ও ৫ চারে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শোভাগত হোম। এছাড়া আন্দ্রে রাসেল ১৯ বলে ২১ রান করেন।
রাজশাহী কিংসের হয়ে আরাফাত সানি ২৩ রানে ২টি, মিরাজ, হাফিজ ও কায়েস ১টি করে উইকেট নেন।
১৯০ রানের লক্ষ্যটা মোটেই সহজ ছিল না হাফিজ-সৌম্য সরকারদের সামনে। সেই চাপেই শেষ পর্যন্ত তলিয়ে গেলে উত্তরবঙ্গের তারকারা।
বলা যায়, পেসার রুবেল হোসেন ও তরুণ মোহর শেখের দুর্দান্ত বোলিংয়ে এই বেহাল দশা হয়েছে রাজশাহীর ব্যাটসম্যানদের। মোহার ২৪ রানে দুটি এবং রুবেল মাত্র ৭ রান খরচায় তিন উইকেট নেন।
এদিকে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ৯৮ রানে গুটিয়ে যাওয়া মাশরাফির রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।
আগামীকাল হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...