মানবাধিকার প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে

মানবাধিকার প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে

……….লায়ন মোঃ গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন নিশ্চিত করতে হবে। মানুষের মানবিক মর্যাদা, সাম্য, গণতন্ত্র, গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা ও মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সকলকে সচ্ছতা ও জবাবদিহিতার সাথে স্বীয়দায়িত্ব পালন করা আবশ্যক। মানুষের মানবিক গুণাবলী ও নৈতিকতা বিকশিত ও প্রসারিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী। মানবিক, নিরাপদ ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য। দুর্নীতি প্রতিরোধে সকলকে সততা ও দেশপ্রেমের সাথে নিজ দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি একটি সামাজিক অপরাধ ও মানসিক ব্যাধি। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজে দুর্নীতি করবো না এবং দুর্নীতি ও অন্যায়কে কখনো প্রশ্রয় দিবো না, এই বিষয়ে সকলকে শপথ নিতে হবে। দেশের সকল স্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ও বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার কক্ষে আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু। সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাদের মন্ডল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, এ্যাড. মোঃ ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ আসলাম উদ্দিন এমএ, মোঃ এরশাদ খান, মোঃ দোলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ। আলোচনা শেষে অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন ওবায়দুল কাদের

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৭