কী যে মজা ফুল-তমিজ

কী যে মজা ফুল-তমিজ

ফুল-তমিজসৌদি আরবের জনপ্রিয় খাবার ফুল-তমিজ। সেখানে সকাল-সন্ধ্যার নাশতায় ফুল-তমিজ থাকে।
ফুল হলো একধরনের শিমের বিচি পিষে বানানো তরকারি। এক বাটি ফুলের দাম দুই রিয়াল।
আর তমিজ হলো রুটি। আকারে বেশ বড়। দুজন মিলেও একটা তমিজ শেষ করা যায় না। একটা রুটির দাম এক রিয়াল।
তমিজ ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। তাই গরম-গরম খেতে হয়।
ফুল দিয়ে তমিজ খাওয়ার মজাই আলাদা। তবে ডাল দিয়েও তমিজ খাওয়া যায়।
মূলত আফগানি দোকানে ফুল-তমিজ বেশি পাওয়া যায়।
মক্কার মিসফালাহ গ্রিন পার্কের কাছে আফগান দোকানে ফুল-তমিজ বিক্রি হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ —লায়ন মোঃ গনি মিয়া বাবুল

রাজধানীসহ সারাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত