মডেল নির্বাচিত হলো এআইইউবি

মডেল নির্বাচিত হলো এআইইউবি

১৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসা ৪০ জন পরিচালক, অতিরিক্ত পরিচালক পদমর্যাদার ও ইউজিসি-কিউএইউর উচ্চপর্যায়ের প্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সমন্বিত দল সম্প্রতি ঢাকার কুড়িলে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার মেন জেড ল্যামাগনা অতিথিদের অভ্যর্থনা জানান। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এআইইউবি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্বাচিত করা হয়, যেখানে এআইইউবি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুণগতমান নিশ্চিতকরণের বিষয়ে উল্লেখযোগ্য সহায়ক ভূমিকা পালন করতে পারবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিক্ষা মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত করে- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন