আকাশ নীল

আকাশ নীল

আকাশের আজ মন ভালো নেই। কোনো কিছুই ভালো লাগছে না তার। আকাশের বুকে মেঘেরা ভেসে বেড়ায়। অন্য দিন হলে আকাশ মেঘগুলোকে জোড়া লাগিয়ে কত কী বানিয়ে ফেলত। কোনোটা হয়ে যেত হাতি তো কোনোটা পালকি। আবার কোনোটা তলোয়ার হাতে কোনো যোদ্ধা, এগিয়ে চলেছে শত্রুর দিকে। আজ আকাশের তা-ও করতে ইচ্ছা করছে না। প্রতিদিন দুপুরবেলার নিরিবিলিতে একটা হলদে পাখি জানালার পাশে নারকেলগাছটায় এসে বসে। আকাশ তাকিয়ে তাকিয়ে দেখে। প্রথম প্রথম আকাশকে দেখলে উড়ে চলে যেত। আবার ফিরে আসত। তবে এখন আর উড়ে চলে যায় না। ডানা ঝাপটে এদিক-ওদিক তাকায়। মাঝেমধ্যে আকাশের দিকেও অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ আকাশের পাখিটার জন্যও অপেক্ষা করতে ইচ্ছা করে না। এমন সময় পাশে এসে দাঁড়ায় নীল। আকাশ তার মনের সব কথা গুছিয়ে বলতে না পারলেও নীল ঠিকই ওর অনেক না বলা কথা বুঝতে পারে।

কী রে ভাইয়া, তোর কি মন খারাপ?

আকাশ অবাক হয়। ও তো মন খারাপের কথা কাউকে বলেনি। নীল বুঝল কী করে? এ জন্যই নীলকে ওর এত ভালো লাগে। আর নীলও আকাশকে ভীষণ ভালোবাসে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাবা দিবসের কবিতা: আমার বাবা মো. মাহফুজুর রহমান