এক যন্ত্রেই বহু যন্ত্রের সুবিধা!

এক যন্ত্রেই বহু যন্ত্রের সুবিধা!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এমন একটি কাজ করছে, যা গুগল দীর্ঘদিন চেষ্টা করে প্রায় হাল ছেড়েই দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি পেটেন্ট আবেদন প্রকাশ করা হয়েছে। পেটেন্টটি মূলত একটি মডিউলার ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্রের। যন্ত্রটিতে আলাদাভাবে স্পিকার, মাইক্রোফোন, টাচস্ক্রিন, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা যাবে, যা সম্পূর্ণ একটি ফোনের মতোই কাজ করবে।

মডিউলারটিতে একজন ব্যবহারকারীর স্বাধীনতা থাকছে ইচ্ছামতো হার্ডওয়্যার যুক্ত বা আলাদা করার। স্মার্টফোন দুনিয়ায় এই ধারণা দীর্ঘদিন ধরেই প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মাঝে প্রতিযোগিতার বিষয় ছিল। গুগলের মতো প্রতিষ্ঠান গত কয়েক বছর তাদের এআরএ মডিউলার ফোন প্রকল্পটি চালিয়ে এসে গত বছর অনেকটা হাল ছেড়ে দিয়েছে। সেখানে ফেসবুক এমন শক্ত কাজে বেশ উঠেপড়েই নেমেছে বলা যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::