ঈদে বাড়িতে গেলে যেসব কথা শুনতেই হবে

ঈদে বাড়িতে গেলে যেসব কথা শুনতেই হবে

মা

না খেয়ে কি মারা যাইতে চাস? চেহারার
এ কী হাল করছিস তুই!

বাবা
পড়াশোনা করো তো, নাকি খালি ঘোরাঘুরি? আমি কিন্তু বাবা জমিদার না, এটা মনে রাইখো। উত্তরপাড়ার জমিটা বেচে দিতে হইল। ব্যবসায় মন্দা।

নাপিত
ভাই, চুলগুলার কী অবস্থা করছেন! আমারে বলেন তো, ঢাকার নাপিতেরা কি আসলেই চুল কাটাইতে জানে, নাকি হুদাহুদি টাকাপয়সা নেয়?

এলাকার মুরব্বি
তুমি লতিফের ছেলে না? অনেক বড় হইয়া গেছ তো! কই পড়তাছ? বুয়েটে? ক্যান বাবা, তুমি না ভালো ছাত্র আছিলা। ডাক্তারিতে চান্স পাও নাই?

পুরোনো বন্ধু
কী বন্ধু, গার্লফ্রেন্ড পায়া তো সব ভুইলাই গেলি। সেদিন ফেসবুকে নক দিলাম, সিন কইরা কোনো রিপ্লাই দিলি না। বুঝি বুঝি, সব বুঝি।

কাজের বুয়া
ভাইয়া, ঢাকার বুয়ারা কি পাকশাক জানে? আপনার চেহারা
দেইখা তো মনে হয় না!

Leave a reply

Minimum length: 20 characters ::