জার্মানিতে খেলতেই চাননি!

জার্মানিতে খেলতেই চাননি!

এশিয়ান ট্যুরে নতুন যোগ হয়েছে টেক সলিউশন মাস্টার্স। বেঙ্গালুরুর কর্ণাটক গলফ অ্যাসোসিয়েশন কোর্সে ৩ আগস্ট শুরু হবে এই টুর্নামেন্ট। ভারতের এই টুর্নামেন্টে খেলবেন বলে এক মাস আগেই বিমানের টিকিট কেটে রেখেছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। ঠিক করেন জার্মানিতে খেলবেন ইউরোপিয়ান ট্যুরে। পরশু হামবুর্গের পোরশে ওপেন জিততে পারেননি, কিন্তু ইউরোপের বড় বড় গলফারকে চমকে দিয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন। এই পারফরম্যান্সে গলফ-বিশ্বেই একটা ঢেউ তুলেছেন সিদ্দিকুর! ফেসবুকে তাঁর অফিশিয়াল পেজে তাই শুধুই অভিনন্দনের জোয়ার।

এশিয়ান ট্যুরে নিয়মিত সিদ্দিকুরের সরাসরি ইউরোপিয়ান ট্যুরে খেলার সুযোগ কখনো মেলেনি। শর্ত সাপেক্ষে সিদ্দিকুর এর আগে খেলেছেন ‘কো-স্যাংশনড’ আফ্রো-এশিয়ান ট্যুরে মরিশাসে, সুইজারল্যান্ডে ইউরোপিয়ান ট্যুরে। কিন্তু এবারই প্রথম তাঁকে সরাসরি আমন্ত্রণ জানায় ইউরোপিয়ান ট্যুর কর্তৃপক্ষ। অবশ্য এ জন্য ইউরোপিয়ান ট্যুরের ক্যাটাগরি-২২ শর্তটি পূরণ করতে হয়েছে। সেটি পূরণ হয়েছে গত বছর এশিয়ান অর্ডার অব মেরিটে ৩০ জনের মধ্যে থাকায়। এরপর ইউরোপিয়ান ট্যুরে খেলবেন বলে নির্দিষ্ট অঙ্কের ফি দিয়ে নামও নিবন্ধন করেন। তবু জার্মানিতে খেলার নিশ্চয়তা ছিল না সিদ্দিকুরের। অপেক্ষমাণদের তালিকায় ছিলেন ৪৪তম। একেবারে শেষ মুহূর্তে জার্মানিতে খেলার আমন্ত্রণ পান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শেখ কামাল এনএসসি পুরস্কারে ভুষিত হলেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই সংগঠন

‘শেখ কামাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাওয়ার্ড’ বিসিবির সবচেয়ে বড় পুরস্কার : পাপন